ইচ্ছেমাফিক চাকরি থেকে ছাঁটাই করা যাবে না

follow-upnews
0 0

বিশেষ প্রয়োজনে যদি কোনো নারী কর্মীকে ব্যাংকিং সময়সূচির পরেও ব্যাংকে অবস্থান করতে হয় তবে তাদেরকে উপযুক্ত নিরাপত্তা ও পারিশ্রমিক প্রদান করতে হবে।

এখন থেকে অফিস সময়ের পরেও ব্যাংককর্মীদের কর্মক্ষেত্রে অবস্থান করতে বাধ্য করা যাবে না। বিশেষ করে ব্যাংকের নারী কর্মীদের সন্ধ্যা ৬টার পর কর্মক্ষেত্রে না রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়াও উপযুক্ত কারণ ছাড়া কোন কর্মীকে ছাঁটাইও করা যাবে না।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে তা ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, `সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে, ব্যাংকিং সময়সূচির পর কর্মকর্তা-কর্মচারীদের, বিশেষ করে নারী কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংকে অবস্থানের জন্য বাধ্য করা হচ্ছে। তাছাড়া তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে চাকরিতে ইস্তফা, অযৌক্তিক বরখাস্ত বা অপসারণ এবং পরবর্তী আর্থিক সুবিধা প্রাপ্তিতে হয়রানিসহ বিভিন্ন বিষয়ে অসংখ্য অভিযোগ উত্থাপিত হচ্ছে। এতে বিভিন্ন ধরনের জটিলতার উদ্ভব হচ্ছে, যা সুষ্ঠু মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে অন্তরায়।`

এতে বলা হয়েছে, `এখন এ মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে- ব্যাংকিং সময়সূচির পরে অর্থাৎ সন্ধ্যা ৬টার পর কর্মকর্তা-কর্মচারী বিশেষ করে মহিলা কর্মকর্তা বা কর্মচারীদেরকে ব্যাংকে অবস্থানের জন্য বাধ্য করা যাবে না। বিশেষ প্রয়োজনে যদি কোনো নারী কর্মীকে ব্যাংকিং সময়সূচির পরেও ব্যাংকে অবস্থান করতে হয় তবে তাদেরকে উপযুক্ত নিরাপত্তা ও পারিশ্রমিক প্রদান করতে হবে।`

সার্কুলারে আরও বলা হয়েছে, ব্যাংক থেকে ইচ্ছামাফিক ঢালাওভাবে কর্মকর্তা-কর্মচারী ছাঁটাই বন্ধ করতে হবে। নিয়োগের সময় পেশাদারিত্বের সাথে প্রার্থী যাচাই-বাছাই করতে হবে। নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। এছাড়া কর্মকর্তাদের চাকরিতে ইস্তফা, চাকরি হতে বরখাস্ত বা অপসারণ এবং পরবর্তী আর্থিক সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম আইন, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ ও সময়ে সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।

Next Post

শিশু পার্ক শাহবাগ থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা

প্রাথমিক অনুমোদনও পাওয়া গেছে, প্রকল্পটি এখন একনেকে পাশ হওয়ার অপেক্ষায় আছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক বলেছেন, শাহবাগ থেকে শিশুপার্ক সরিয়ে সেখানে ‘মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র’ করার পরিকল্পনা রয়েছে। আন্তর্জাকি মানের একটি ‘স্বাধীনতা যুদ্ধ স্মৃতি কেন্দ্র’ করার জন্য ইতিমধ্যে টাকাও বরাদ্দ করা হয়েছে বলে তিনি জানান। প্রাথমিক অনুমোদনও […]