অভিযোগ উঠেছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর প্রধান ইঞ্জিনিয়ার সাবিরুল আলমের বিভিন্ন জায়গায় নামে বেনামে সম্পদ রয়েছে। এর মধ্যে খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের ডেংমারি গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা রিসোর্টগুলোর মধ্যে একটি রিসোর্টে তিনি বিনিয়োগ করেছেন বলে খোদ রিসোর্টের মালিকই (হারুণ-আর-রশীদ) দাবী করেছেন। এ প্রসঙ্গে ইঞ্জিনিয়ার সাবিরুল আলম বলেন, ঐ রিসোর্টে আমার কোনো বিনিয়োগ নেই, তবে আমার যাতায়াত আছে।
![বানিশান্তা ইউনিয়ন](https://follow-upnews.com/wp-content/uploads/2024/09/ড্যাংমারি-নদী.jpg)