রামকৃষ্ণ আশ্রম ছাত্রাবাস বনাম হাড়িখালি ফুটবল একাদশ এর মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

follow-upnews
0 0

শুভ দত্ত সৌরভ, বাগেরহাট


০৬ জুলাই ২০১৮ সোমবার সরকারি পিসি কলেজ মাঠে বাগেরহাটের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম বনাম হাড়িখালি ফুটবল একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। রাশিয়া বিশ্বকাপকে চলমান রেখে ফুটবল খেলাকে ভালোবেসে খেলার এই উন্মাদনা তৈরি হয়েছে। বিশ্বকাপ ফুটবল নিয়ে সবার মধ্যে এক চরম উত্তেজনার সৃষ্টি আছে এই মুহূর্তে। এটিই প্রভাবক হিসেবে কাজ করেছে এই খেলাটিতে। শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ছাত্রাবাসের পক্ষে অধিনায়ক ছিলেন অপু মন্ডল, মিঠুন হালদার, পলাশ শীল, অন্তু রায়, দীপায়ন দাস সৌহার্দ, সৌরভ দাস, প্রশান্ত, দেবব্রত সাহা, দীপ্র বিশ্বাস, প্রনয় কুমার দাশ, জয়ন্ত মজুমদার ও অনিক রায়। অন্যদিকে হাড়িখালি ফুটবল একাদশের অধিনায়ক ছিলেন মধুসূদন, কাওসার, শাহীন, বঙ্কিম, চন্দন, সৌরভ, মিল্টন, লিমন, বিপ্লব, পুলকেশ। খেলাটি ৯০ মিনিটের হয়। সকাল ৬.৪৫ থেকে শুরু হয়। শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ছাত্রাবাসের জয়ন্ত মজুমদার ও অন্তু রায় গোল করেন এবং হাড়িখালি ফুটবল একাদশের মধুসূদন গোল করেন। অবশেষে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ছাত্রবাস ২-০ গোলে জয়ী হয়।

Next Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আন্দোলনকারীদের সাথে সংহতি প্রকাশ করেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবী যৌক্তিক বলে মনে করেন। তাঁর বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন। তিনি বলেন, “আমরা সরকারকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি যাতে শিক্ষার্থীরা দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরতে পারে। ক্যাম্পাসের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় এজন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে […]
ঢাবি উপাচার্য