মানসিক রোগের প্রধান লক্ষণ সমূহ

follow-upnews
0 0

মানসিক রোগ হলো মস্তিষ্ক বা মন বৈকল্য ধরনের রোগ৷ এ ধরনের অসুস্থতায় মানুষের আচার আচরণ কথা-বার্তা চিন্তা-ভাবনা অস্বাভাবিক হয়ে যায়৷ মানসিক রোগ দু ধরনের হতে পারে: ১। মৃদু ধরনের মানসিক রোগ ২। তীব্র ধরনের মানসিক রোগ। মৃদু ধরনের মানসিক রোগের ক্ষেত্রে জীবনের স্বাভাবিক অনুভূতিগুলো (দুঃখবোধ, দুশ্চিন্তা ইত্যাদি) প্রকট আকার ধারণ করে৷ এ ক্ষেত্রে যে সকল লক্ষণগুলো দেখা যায় তা হলো:

অনিদ্রা, অরুচি, দুশ্চিন্তা, অশান্তি, অস্থিরতা, বিষণ্ণতা, হতাশাবোধ, বুক ধড়ফড় করা, হঠাৎ করে দম বন্ধ হয়ে আসা, ভয়-ভীতি, ফোবিয়া, আত্ম হত্যার চেষ্টা, মৃত্যুভীতি, স্মরণশক্তি অস্বাভাবিকভাবে কমে যাওয়া।  

মাথায় চাপ অনুভব হওয়া, মাথাব্যথা, মাথাঘোরা, খিঁচুনি/মৃগীরোগ, খাওয়া খুব কমে যাওয়া বা অত্যাধিক বেড়ে যাওয়া, বারে বারে গোসল করা বা একেবারে না করা, শুচিবাই, সন্দেহবাতিকতা।

 ♣ বেশি কথা বলা, বদ মেজাজ, হঠাৎ করে উত্তেজিত হওয়া, অতিরিক্ত সেক্স আসক্তি, ভাংচুর মারামারি করা, অতিরিক্ত টাকা খরচ করা, নিজেকে বেশি ক্ষমতাবান মনে করা।

অস্বাভাবিক আচরণ, একা একা হাসা বা কথা বলা, গায়েবী আওয়াজ শোনা, এদিক ওদিক চলে যাওয়া, আবোল তাবোল বলা, কতিথ জ্বীন-পরীর আছর, হাবাগোবা ভাব, মিনমিন করা। 

♣ এছাড়া দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যা থেকেও তৈরি হতে পারে মানসিক রোগ। যেমন দীর্ঘস্থায়ী ব্যথা, দীর্ঘস্থায়ী পেটের অসুখ, নানাবিধ যৌনসমস্যা, IBS মাদকাসক্তি ইত্যাদি।  


সৌজন্যে: প্রগতি মানসিক রোগ ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্র

১৪৫, খানজাহান আলী রোড, খুলনা।

Next Post

আজকের দিনে: শিবির ক্যাডাররা প্রকাশ্যে গুলি করে হত্যা করেছিল ৮ আওয়ামী লীগ কর্মীকে

স্বাধীনতার পর বাংলাদেশে নৃশংস হত্যাকাণ্ডের মধ্যে অন্যতম হচ্ছে চট্টগ্রামের ‘বহদ্দারহাট হত্যাকাণ্ড’। শিবির জঙ্গীরা দেশের সবচেয়ে আলোচিত ও ভয়ংকর এ হত্যাকাণ্ড ঘটায় চট্টগ্রামের বহদ্দারহাটে।২০০০ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে জামায়াতের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির চট্টগ্রামের বহদ্দারহাট মোড়ে একটি মাইক্রোবাসে থাকা ছাত্রলীগের আটজন নেতা-কর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে। এই হত্যাকাণ্ড দেখে দেশের […]
বর্বরতা

এগুলো পড়তে পারেন