“ওরা খুব খারাপ হয়” কারা?

follow-upnews
0 0

সচারচরই এমন কথা শোনা যায়। মাতা-পিতারা এরকম বলে সাবধান করে থাকেন। ছোটবেলায় অনেকের মুখে শুনতাম, ঢাকার হকাররা সব বাটপাড়, ঢাকায় সিনতাইকার গিজগিজ করে, ইত্যাদি।

আমি বিশ বছর ধরে ঢাকায় আছি, হকারদের কাছ থেকে অনেক জিনিস কিনেছি, ঠকেছিও, কিন্তু কোনোদিন কোনো বাটপাড় দেখিনি, দেখেছি জীবীকার তাগিদে ধুলোবালি খেয়ে ধাক্কাধাক্কি করে রাত পর্যন্ত কাজ করে কোনো মতে বেঁচে থাকা কিছু ক্লান্ত মানুষ।

হরহামেশাই শোনা যায়, কাজের বুয়ারা খুব খারাপ। চোর দেখেছি, ওদের চুরি করতেও দেখেছি, কিন্তু আমি এ পর্যন্ত কোনো খারাপ কাজের বুয়া দেখিনি, দেখেছি ভাগ্যবিড়ম্বিত কিছু মানুষ, যারা কখনই তাদের কাজের স্বীকৃতি পায় না, যারা কখনই ন্যায্য মজুরী পায় না, যাদের কোনো সাপ্তাহিক ছুটি নেই, যাদের কোনো ভবিষ্যত নেই। যাদের ছেলেমেয়ের কোনো পড়াশুনা হয় না, যেটা নিয়ে ভোক্তা হিসেবে আমাদের কোনো ভাবনা নেই।

“বাসের হেল্পার, কন্ড্রাক্টর, ড্রাইভার –এরা খুব খারাপ হয়” আমরা এরকম বলি না সবসময়? তাই তো আমরা বলি। তুই তোকারি তো করিই, পারলে চড় থাপ্পড়ও মারি। আবার এদের কাছেই আশা করি যে, তারা আমাদের নীরাপদে গন্তব্যে পৌঁছে দেবে! আমি এ পর্যন্ত অনেক ড্রাইভার হেলপার কন্ড্রাক্টরের সাথে অন্তরঙ্গভাবে কথা বলেছি, কখনো কোনো আলাদা মানুষ পাইনি।

খুঁজে পেয়েছি, কেউ পিতা, কেউ ভাই, কেউ ছেলে, কেউ বা একাকী মানুষ। এদের দুঃখ বেদনা নাপাওয়া সব ভুলে থাকি আমরা যাত্রীরা। আমরা শুধু জানি এরা হেল্পার, ড্রাইভার বা কন্ড্রাক্টর।

আমরা জানি না, জানতে চাই না—সকাল থেকে রাত পর্যন্ত হাড়ভাঙ্গা খাটুনির পরও কতটা নিম্নমানের জীবনযাপন করতে এরা বাধ্য হয়। আমরা কীভাবে এদের কাছ থেকেই নিরাপদ ভ্রমণ আশা করতে পারি?

কী ভয়ঙ্কর আমাদের দৃষ্টিভঙ্গি! সাম্প্রদায়িকতার রকমফের কত দিকে দিনে দিনে পাখা মেলেছে তাহলে! রিক্সালা ভাবছে যাত্রী খারাপ, যাত্রী ভাবছে রিক্সালা খারাপ।

আমরা কেউ কাউকে বুঝতে চাচ্ছি না, সবসময় আমরা প্রতিপক্ষ খুঁজে নিচ্ছি, মনে মনে বিষাদগার করছি, কখনো তা সংঘর্ষে রূপান্তরিত হচ্ছে, এভাবে পুরো সমাজটা হয়ে উঠেছে প্রতিশোধপরায়ণ। কী ভয়ঙ্কর!!


দিব্যেন্দু দ্বীপ

Next Post

আজকের শব্দ: Opprobrium (Noun)

আজকের শব্দ: Opprobrium (Noun) Meaning: harsh criticism or censure./public disgrace arising from shameful conduct. অর্থ: নিন্দা/কলঙ্ক যেমন: The critical opprobrium generated by his films. The opprobrium of being closely associated with gangsters. synonyms: disgrace, shame, dishonour, discredit, stigma, humiliation antonym: elevation, credit, esteem ** ‘A Very Essential List of Vocabulary‘ […]