“একজন গার্মেন্টস্ শ্রমিক ধর্ষিত হলে কি ঢাবি এভাবে উত্তাল হত?”

follow-upnews
0 0

মহামান্য কহেন

ঢাবির ছাত্রী রেপ না করলে মজনু আরো ভিক্ষুক-প্রতিবন্ধী-গার্মেন্টস কর্মী ধর্ষণ করে যাইতে পারতো। সে আগেও এই কাজ করেছে, কিছুই হয় নাই। এই ঘটনা আপনারে, আমারে, সবাইকে একটা বিশেষ শিক্ষা দিলো। পত্রিকায় নিশ্চই গার্মেন্টস কর্মী-ভিক্ষুক-প্রতিবন্ধী ধর্ষণের খবর পড়েছি, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাইনি, প্রতিবাদ করিনি, করলে হয়ত আজ ঢাবি উত্তাল হবার প্রয়োজন হত না। শিক্ষাটা হচ্ছে, আমরা ক্লাস বিবেচনা করে যে প্রতিবাদ করি সে মূল্য কখনো না কখনো দিতেই হবে। ধর্ষক গ্রেপ্তার হইছে, একটা প্রশ্ন করার এখনই উপযুক্ত সময়, আচ্ছা মেয়েটা যদি গার্মেন্টস শ্রমিক হত, তবে ঢাবি কি উত্তাল হইতো? অনেকেই হয়ত জানেন না, এই (গার্মেন্টস শ্রমিক) মেয়েগুলো এখন ধর্ষকদের জন্য সবচাইতে নিরাপদ টার্গেট। প্রতিদিন পত্রিকা খুললেই যার প্রমান পাওয়া যায়, যদিও এগুলো বেশিরভাগই পত্রিকা পর্যন্ত আসে না।


আজম খান

Next Post

ভারতীয় চিকিৎসা ব্যবস্থার সাথে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার তুলনামূলক পর্যালোচনা

ভারতের ‘সরকারি চিকিৎসা ব্যবস্থা’ প্রত্যন্ত অঞ্চলে ততটা মানসম্মত নয় । পক্ষান্তরে ভারতের ‘বেসরকারি চিকিৎসা ব্যবস্থা’ও সিঙ্গাপুর, ইউরোপ বা যুক্তরাষ্ট্রের সমপর্যায়ের নয় । লেখায় বর্ণিত ভারত বাংলাদেশ চিকিৎসা ব্যয় সম্পর্কিত তুলনামূলক উদাহরণ সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়। ব্যতিক্রমী কোন ঘটনাকে সার্বজনীন করার মধ্য দিয়ে পক্ষপাত দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটে। আমরা ভারতবর্ষের অংশ, জাতিগত […]
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়