বিষয়: অভিজিৎ রায় হত্যাকাণ্ড

follow-upnews
0 0

অভিজিৎ দা’র স্মরণে এই স্থানে অভিজিৎ দা’র ভাস্কর্য নির্মান বা “অভিজিৎ চত্বর” নামে এরকম কিছু করা হোক। এই স্থানের আশেপাশে যেন মৌলবাদিরা আসতে ভয় পায়, এ চত্বর হোক মুক্তমনাদের স্মৃতিসৌধ।

সবাই এই ছবি দিয়ে এ নিয়ে একটা করে পোস্ট দেন। আর ঢাকায় আর্কিটেক্ট এর অভাব নেই, প্রয়োজনীয় অনুমতি নিয়ে খুব শীঘ্রই এটা করা হোক। জানেন তো মৌলবাদীরা ভাস্কর্য ভয় পায়। অভিজিৎ দা’কে অন্তত আজীবন ধরে রাখি, শ্রদ্ধা জানাই। অভিজিৎ দা’র চেতনা বৃথা যেতে দেবোনা।


চার্বাক শুভ্র

Next Post

অভিজিৎ রায় হত্যাকাণ্ড প্রসঙ্গে রাতুল রাহা

কবি নামধারী কিছু শুয়োরের বাচ্চা আছে । যারা পেট্রোল বোমায় শত শত মানুষ মরলেও তার ‘প্রেমের কবিতা’ পোষ্ট করে । দুর্ঘটনায় মানুষ মরলেও একই কাজ, ইচ্ছে করছে তাদের কবিতা তাদের পাছা দিয়ে ঢুকিয়ে দেই। মানুষের মৃত্যুতে যারা বিন্দুমাত্র বিচলিত হয় না এইসব শুয়োরের বাচ্চাদের জন্য নবারুণ লিখেছিলেন — একদিকে চাষীরা […]
Avijit Roy