আবারও ওড়নায় পেঁচিয়ে মৃত্যু!

follow-upnews
0 0

নোয়াখালী পৌরসভার সোনাপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে নাজমুন নাহার রাহা (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মাইজদী-সোনাপুর প্রধান সড়কের উত্তর সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুন নাহার রাহা নোয়াখালী সদর উপজেলার মহব্বতপুর গ্রামের আবু হাসানের মেয়ে। তিনি নোয়াখালী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে অটোরিকশাযোগে বাড়ি থেকে রওনা দেন রাহা। পথে পৌরসভার উত্তর সোনাপুর এলাকায় এলে রাহার ওড়নাটি বাতাসে অটোরিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে রাহার গলায় ফাঁস লাগলে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান।

পরে স্থানীয় লোকজন রাহাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র : রাইজিংবিডি

Next Post

ধর্ম ও সৃষ্টি তত্ত্ব নিয়ে দুটি কবিতা

১ ওটা কিসের প্রতীক? গোপনীয়তার। ওটা কিসের প্রতীক? স্বার্থপরতার। ওটা কিসের প্রতীক? বর্বরতার। ওটা কিসের প্রতীক? প্রতারণার। ওটা কিসের প্রতীক? প্রার্থনার। ২ তুমি কে? বৌদ্ধ। তুমি কে? হিন্দু। তুমি কে? খ্রিষ্টান। তুমি কে? মুুসলমান। তোমরা কে? হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান। ওটা কী? বানর। ওটা কী? শিয়াল। ওটা কী? কুকুর। ওটা কী? ওরাংওটাং। ওগুলো […]
religion and human

এগুলো পড়তে পারেন