বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

follow-upnews
0 0

প্রাণতোষ তালুকদার

রাজধানী ঢাকার ৩২ নং ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী, বঙ্গমাতা শেখ
ফজিলাতুননেছা মুজিব-এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অদ্য ০৮ আগস্ট ২০১৮ রোজ বুধবার, রাজধানী ঢাকার ৩২ নং ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব-এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মহীয়সী নারী, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের প্রশংসা করে বক্তাগণ বলেন বঙ্গমাতা সবসময়ই বঙ্গবন্ধুকে সহযোগিতা করেছেন
এবং উৎসাহ দিয়েছিলেন। এবং সকলকে বলেছেন বঙ্গমাতার নীতি আদর্শ নিয়া সকলকে দেশ সেবায় কাজ করে যেতে। আগামী নির্বাচনে সকলের অংশগ্রহণের মাধ্যমে আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করতে
বলেছেন। আরও বলেছেন যে উনারা বিশ্বাস করেন নিরাপদ সড়ক চাই। কিন্তু বিএনপি-জামায়াত কোমলমতী ছাত্র-ছাত্রীদের দিয়ে দেশে একটি হট্টগোল বাধাতে চেয়েছিলেন কিন্তু তা পারেনি। বিএনপি বার বার ব্যর্থ হয়েছে। আর কখনও পারবেও
না বলে জানিয়েছেন নেতারা। বিএনপি বার বার চেষ্টা করেছে যে দেশটি একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার; কিন্তু তারা সফল হতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেছেন দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে
নিয়ে যাচ্ছেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মোহাম্মদ নাসিম এমপি, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিশেষ অতিথি ছিলেন, আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম এমপি, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, বিশেষ বক্তা হিসেবে ছিলেন, পংকজ নাথ এমপি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সভাপতিত্ব করেন, অ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাওছার, সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। 

Next Post

পিনাকী ভট্টাচার্য কোথায়?

ডা: পিনাকী ভট্টাচার্যের পিতা প্রবীণ শিক্ষক শ্যামল ভট্টাচার্য সংবাদমাধ্যমে প্রকাশের জন্য ১১ আগস্ট ২০১৮ শনিবার নিম্নলিখিত বিবৃতি প্রদান করেছেন। গত ৫ অগাস্ট বিকেল পাঁচটায়, সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর পরিচয় দিয়ে জনৈক মেজর ফারহান ফোন করে খিলক্ষেতস্থ গোয়েন্দা সদর দফতরে গিয়ে দেখা করতে বলেন ডা: পিনাকী ভট্টাচার্যকে। জবাবে পিনাকী বলেন, আলোচনা […]
প্রেস ব্রিফিং

এগুলো পড়তে পারেন