কবিতাঃ ইফতার

follow-upnews
0 0

প্রিয়তমা,

হালটা ঠিক ছাড়ি না কেন জানো?

কোথায় গিয়ে দাঁড়াব জানি না বলে।

লাঙ্গল হাতে জোঁয়াল কাঁধে তবু মাঠে আছি,

শীর্ণ হাতে এখনও কিছু তো ফসল ফলাই!

প্রিয়তমা,

তুমি পাশে থাকলে ঠিকই বলতাম,

আর যে পারি না!

ভালোবাসতে চাই না, ভালোবাসা পেতেও চাই না।

একটু আশ্রয়, কিছুটা প্রশ্রয়

নিভৃতে, তোমার সহ্যের সীমানায়

সামান্য স্বগোতক্তি, এর বেশি কিছু নয়।

যদি আরও কিছু সময় গড়ায় এভাবে নিরালায়,

হতে পারে তোমার আমার সাথে থাকা সুখাদ্য বিনিময়।

আমি জানি তুমি উপাবাসী; আমিও রোজাদার—

হোক না তোমার আমার আজ একসাথে ইফতার।

Next Post

৩০ লাখ বৃক্ষরোপন করবে নির্মূল কমিটি

২১ জানুয়ারি শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার কবির। একাত্তরে মুক্তিযুদ্ধে গণহত্যার শিকার ৩০ লাখ শহীদের স্মৃতি চির সবুজ রাখার পাশাপাশি পরিবেশ দূষণ প্রতিহত করতে সারা দেশে ৩০ লাখ বৃক্ষরোপনের ঘোষণা দিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। আগামী ২৫ মার্চ […]