দিব্যেন্দু দ্বীপের কবিতা: অভিমান নেই কোনো

follow-upnews
0 0
পাথর কেটে মধ্যে ফুল পেয়েছি,
ভেঙ্গেছে সব ভুল—
সেখানে বিহ্বল অবিরত এক জীবন,
প্রলম্বিত যৌবন, পাথরে সুরক্ষিত রয়।
নিষ্পাপ সরল আকার আকৃতি
এভাবে পাথর চীর অব্যয়।
 
নাম শুধু ভিন্ন
নদী সকল নিরবিচ্ছিন্ন,
তৃষ্ণা মেটে একইরূপে,
একই স্রোত একইভাবে বহমান
গভীরতা না জানলে অবগাহনে
কতটুকু মাপতে পারো তুমি তার? 
পোষ মেনে ছিলাম কিছুদিন,
খেতে হয়েছে, বেঁচে থাকতে হয়েছে,
মাঝে মাঝে আনন্দ-ফুর্তিও
কিছু হয়েছে সত্যি;
তাই বলে শিকারীর সাথে
কি বন্ধুত্ব হয়  কখনো? 

দিব্যেন্দু দ্বীপ  

 

Next Post

বঙ্গবন্ধুর ৪৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা

শুভ দত্ত সৌরভ, বাগেরহাট ১০ জানুয়ারী, ২০১৮ এ দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বাগেরহাটের সরকারি পি.সি. কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাংস্কৃতিক অঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের যুগ্ন সম্পাদক মো: এনামুল কবির। সভাপতিত্ব করেন জাতীয় দিবস উদযাপন […]
শুভ দত্ত সৌরভ