শাহিদা সুলতানার কবিতা ♥ ইচ্ছেরা ভুলে যায় পথ

follow-upnews
0 0

 

কোথাও কেউ নেই,

সমুদ্র পার হয়ে এলে

অবেলায় মাঠে কারও

থাকবার কথা থাকে না–

 

মায়াবতী ইচ্ছেরা

নীলের ক্যানভাসে লেখে

আজগুবি কল্পনার গল্প–

বিমর্ষ বিকেলে

অবিরাম কড়া নাড়ে

প্রাসাদের ভুল দরজায়। 

 


শাহিদা সুলতানা    

Next Post

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী

১৯৯১ সালের ২৯ ডিসেম্বর গোলাম আযমকে জামায়াতে ইসলামী তাদের দলের আমীর ঘোষণা করলে বাংলাদেশে জনবিক্ষোভের সূত্রপাত হয়। বিক্ষোভের অংশ হিসাবে ১৯৯২ সালের ১৯ জানুয়ারি ১০১ সদস্যবিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় জাহানারা ইমামের নেতৃত্বে। তিনি হন এর আহ্বায়ক। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী প্রতিরোধ মঞ্চ, ১৪টি ছাত্র সংগঠন, প্রধান প্রধান রাজনৈতিক জোট, শ্রমিক-কৃষক-নারী […]
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি