শা হ্‌ রি য়া র অ ভি ’র কবিতা: একদিন ত মরেই যাব

follow-upnews
0 0

সভ্যতার ঘুলগুলিতে যন্ত্রণার ছাপ আজও স্পষ্ট 
তবুও তোমার চোখে স্বপ্নের ছায়া। 
বেঁচে থাকার এই ঘোর সঙ্কটেও,
তুমি হেঁটে চলো কার্নিশ ধরে;
পাতাল সুর বেজে চলে পতন আহ্বানে।

তবুও চির চেনা চোখ, বুক ও হৃৎপিণ্ড 
মৃত্যুকে অস্বীকার করে কোনো এক ভোরে. 
র‍্যাঁবোর হাত ধরে নরক দরজা ভেঙ্গে নির্বাণযাত্রায়, 
অতঃপর দুঃখবোধের প্রেমময় অজগর; 
সামাজিক বিবর্তন আঁকড়ে ধরে আষ্টেপৃষ্টে।

আমি খুঁজে চলি তোমার ফেলে যাওয়া পথে, 
ইকো অথবা নেমেসিসকে;
যদিও প্রাণে মোর মৃত্যু ক্ষুধা, 
যেখানে সুধা আর শোধনের মরীচিকা 
আমাকে ফেলে রেখে গেছে আমার ঘরে।

বহুকাল আগেই হিপোক্রিটিস গোপন সার্জারিতে
নপুংসক করে গেছে আমায়, 
আর জন্মাবো না আমি 
নার্সিসাসের আয়নায় খুঁজে নেব তোমায়।


শা হ্‌ রি য়া র অ ভি    

Next Post

‘বিল্ড ফর নেশন’ এ শিক্ষা নিয়ে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক মো মোখলেসুর রহমান সরকার

সামাজিক সংগঠন ‘বিল্ড ফর নেশন’ এর ১৮তম সভায় ‘শিক্ষা’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেছেন গোপালগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ মোখলেসুর রহমান সরকার। বিষয় যদিও ছিল শিক্ষা, তিনি সামগ্রিকভাবেই একটি সামাজিক বক্তব্য উপস্থাপন করেছেন। শ্রোতা দর্শকরা তার বক্তব্যের প্রেক্ষিতে অনেক ভাবনার যোগান পেয়েছে। তিনি শিক্ষা নিয়ে বর্তমানে অভিভাবকদের মধ্যে যে […]
Gopalgong