সাহিত্যিকদের মধ্যে কি আত্মহত্যা করার প্রবণতা বেশি?

follow-upnews
0 0

পরিসংখ্যান বলছে, সাহিত্যিক এবং দার্শনিকদের মধ্যে বিষন্নতার সমস্যা বেশি থাকে, এবং যে কারণেই হোক আত্মহত্যার হারও লেখকদের মধ্যে বেশি। এরকম দশজন সাহিত্যিকঃ

১. আর্নেস্ট হেমিংওয়ে (১৮৯৯ – ১৯৬১);

২. ভার্জনিয়া উলফ (১৮৮২ – ১৯৪১);

৩. অ্যানি সেক্সটন (১৯২৮ – ১৯৭৪);

৪. রিআরোসুকে আকুটাগোআ (১৮৯২ – ১৯২৭);

৫. কারিন বোয়ে (১৯৯০ – ১৯৪১);

৬. জন বেরিম্যান (১৯১৪ – ১৯৭২);

৭. উকিও মিশিমা (১৯২৫ – ১৯৭০);

৮. সিলভিয়া প্লাথ (১৯৩২ – ১৯৬৩);

৯. হান্টার এস থমসন (১৯৩৭ – ২০০৫);

১০. জ্যাক লন্ডন (১৮৭৬ – ১৯১৬)।


ভার্জিনিয়া ওলফ

Next Post

নিয়োগ বিজ্ঞপ্তি : বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ