সম্পাদকীয়: ছোট ছোট ছেলেমেয়েদের এভাবে অপমান করা রীতিমত দণ্ডনীয় কাজ হয়েছে
“বাংলাদেশে যত পেশা আছে, তার মধ্যে সাংবাদিকতার মান সবচেয়ে নিচে। ভালা-বোধবুদ্ধিসম্পন্ন সাংবাদিক একেবারে যে নেই তা নয়, তবে বেশিরভাগই কর্মটির মাধ্যমে শুধু বেকারত্ব ঘুচিয়েছে।” ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক আক্ষেপ করে কথাগুলো বলেছিলেন, আমি তখন ক্যাম্পাসে একটি ম্যাগাজিন প্রকাশ করতাম। কথা প্রসঙ্গে তিনি উক্ত উক্তিটি করেছিলেন। এর কারণও হয়ত বোধগম্য। সাংবাদিকতাকে এখনো পেশা মনে কারি…