বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাট” দিব্যেন্দু দ্বীপের ফেসবুক থেকে
ছোটবেলায় একটা প্রবাদ শুনতাম বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট। সেই থেকেই আমার সদরঘাট দেখার ইচ্ছা। ঢাকায় এসেই তা দেখেছিও। কিন্তু ভেতরকে কেন সরদঘাট বলা হয়, তা বুঝি না। এতটুকু বুঝি যে, ভেতরটা অন্তঃসারশূন্য। একটু খেয়াল করলেই দেখবেন, ঢাকা শহরের বিভিন্ন ফুটওভার ব্রিজের উপর ফুলের গাছ লাগানো হচ্ছে। টবে ফুলের গাছ লাগানো এবং তা বাঁচিয়ে রেখে বিনোদিত…