রাজবাড়ীর সেনবাড়ী গণহত্যা: বিহারী রাজাকারেরা সেনবাড়ীতে ঢুকে হত্যা করেছিল ৬ জনকে
যে স্থানে গণহত্যাটি সংগঠিত হয়: গ্রাম: রামপুর, ইউপি: শহীদ ওয়াহাবপুর, উপজেলা: সদর, রাজবাড়ী। যে ছয়জনকে হত্যা করা হয়: আমার ঠাকুরদা: শহীদ আদ্যনাথ সেন (৮২), ঠাকুরমা: শহীদ সরজু বালা সেন (৭৪), অবিনাশ চন্দ্র দে, মাখন লাল দে, আমার পিসতুত দাদা: মুকুল বোস (৪৫), জ্যাঠাতো ভাই: বিনয় সেন (২২) ১০ মে ১৯৭১, স্থানীয় বিহারী রাজাকারেরা আমাদের বাড়ীতে…