এক তুষারঝরা সন্ধ্যায় সুগভীর শ্যামলিমায় // রবার্ট ফ্রস্ট
কার বৃক্ষরাজি এগুলো আমি ভাবি আমি জানি। যদিও সে থাকে বনে; আমি তার তুষারস্নিগ্ধ কুঞ্জবন দেখতে থেমেছি এখানে সে হয়ত জানে না। বছরের অন্ধকারতম এমন সন্ধ্যায় বন এবং হিমশীতল হৃদের মাঝে কাছাকাছি কোনও খামারবাড়ি ছাড়াই আমাকে থামতে দেখে ছোট্ট ঘোড়াটি নিশ্চয়ই তা পাগলামি ভাবছে। সে তার গলায় বাঁধা ঘণ্টাটি একটু বাজিয়ে আমাকে সতর্ক করতে চাইছে।…