
বাগেরহাটে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা করা হয়েছে
» বাগেরহাটে অজ্ঞাতপরিচয় (১৯) এক তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছিল পুলিশ গত ১২ সেপ্টেম্বর রাতে। » হতভাগ্য এই নারী বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের তালবুনিয়া গ্রামের আব্দুল হালিম শেখের মেয়ে আনজিরা খাতুন (২৫) বলে জানা গিয়েছে। » এক বছর আগে আনজিরার সাথে তাঁর স্বামীর বিচ্ছেদ ঘটেছিল এবং তিনি স্বামীর বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। » পুলিশ জানিয়েছে করও নাম…