অজান্তে // শাহিদা সুলতানা
কিছু কষ্ট, কিছু অপমান আমরা ইচ্ছা করেই ডেকে আনি, কিছু না ভেবেই। আমাদের নিস্তরঙ্গ জীবনে কিছু নিঃশব্দ ঢেউ আমাদেরই লোভের প্রশ্রয়ে ডাল পালা মেলে ধীরে ধীরে মিশে যায় রক্তবাহী নালিকায়। তারপর ভাটার টানে জল ফিরে গেলে পড়ে থাকে উচ্ছিষ্ট পলি এটে যায় রক্তনালীর দেয়ালে, আর আমাদের হৃদয় রক্তাক্তের অস্ত্র অবলীলায় চলে যায় অন্যের…
