লাগাতার এমন চর্চায় সমাজটা বিষিয়ে উঠেছে
দৃশ্যত আমরা মনে করি সবাই টাকা শুধু টাকা পয়শা চায়, বিষয়টা আসলে কি তাই? টাকা পয়শা মানুষের প্রয়োজন, এবং সেই প্রয়োজনের হয়ত কোনো সীমাও নেই। কিন্তু বাধ্যবাধকতার বিষয়টি ভিন্ন, ঘরে সন্তান অভুক্ত থাকলে সে শুধু টাকা ছাড়া তখন আর কি চাইবে? আমাদের দেশের বেশিরভাগ মানুষের এখনও এই অবস্থা বলেই মনে হয় সবাই খুব বস্তুবাদী। কিন্তু…