পদ্মা নদীতে যেভাবে চর জেগেছে এবং সেসব চরে পোক্তভাবে বসতি গড়ে উঠছে তাতে ধারণা করাই যায় যে পদ্মা নদী আদৌ টিকে থাকছে কিনা, অন্তত মাওয়া-কাওড়াকান্দি অংশে।
কোনো জলাভূমি বা নদী থেকে তৈরি হওয়া যে প্রক্রিয়া সেটি পদ্মা নদীতে শুরু হয়েছে শুধু নয়, অনেকাংশে এগিয়েছে মনে হল। সেটি আরো ত্বরান্নিত হচ্ছে চরে স্থায়ীভাবে বসতি গড়ে ওঠায় এবং তাদের লাগানো বনজ গাছপালার মাধ্যমে।
তাছাড়া এসব বাড়ির উপর প্রশাসনের কোনো নজরদারি আছে কিনা তাও জানা নেই। সম্প্রতি অনেক বিচ্ছিন্ন লোকালয়ে বা বসতিতে জঙ্গীদের আস্তানার সন্ধান পাওয়া গেছে তাতে সন্দেহ করাই যায় যে এসব বাড়িতে আসলে কারা কীভাবে থাকে।
https://youtu.be/R9G0Qp6-04c