সূত্র : দূরত্ব/সময় = গতিবেগ। অতএব, সময় = দূরত্ব/গতিবেগ।
সেক্ষেত্রে যাওয়ার বেলায় সময় লেগেছে = ৩০০/৮০ ঘণ্টা। = ৩.৭৫ ঘণ্টা।
যেহেতু ৬০০ মাইলের গড় গতিবেগ ১০০ মাইল/ঘণ্টা, অতএব ৬০০ মাইল অতিক্রম করতে মোট সময় লেগেছে ৬ ঘণ্টা।
সময় অবশিষ্ট আছে = ৬-৩.৭৫ = ৩.২৫ ঘণ্টা।
এখন, ফেরার ৩০০ মাইল অতিক্রম করার জন্য ট্রেনটি ৩.২৫ ঘণ্টা সময় পাবে।
সেক্ষেত্রে গতিবেগ = ৩০০/২.২৫ = ১৩৩.৩৩ মাইল/ঘণ্টা