চাকরির পরীক্ষাএকটি ব্যাংকের কর্মচারীদের ৭০% নারী এবং ৬০% বিবাহিত। পুরুষের ২/৩ অংশ যদি অবিবাহিত হন, নারীদের কতভাগ বিবাহিত? follow-upnews9 years ago9 years ago01 mins ধরা যাক, মোট কর্মচারী ১০০ জন। অতএব, নারী = ৭০ জন। এবং পুরুষ = ৩০ জন। মোট ৬০ জন বিবাহীত এবং পুরুষের ২/৩ অংশ বিবাহীত। অতএব ২০ জন পুরুষ বিবাহীত। অতএব, নারী বিবাহীত = ৬০-২০ = ৪০ জন। অতএব নারীদের ৪/৭ অংশ বিবাহীত। Share on FacebookPost on X Post navigation Previous: হিসেব দ্রুত করতে পারলে এই অংকটি করতে লাগবে মাত্র ৩০ সেকেন্ডNext: একটি লঞ্চ ঘন্টায় ২০ কি মি বেগে চলে ২০ দিনে কোন বন্দরে পৌঁছালো। একটি নৌকা একই স্থান হতে ৩ দিন পর রওনা করে ঘন্টায় ১০ কি মি বেগে চললে লঞ্চটি বন্দরে পৌঁছানোর কতদিন পরে নৌকাটি বন্দরে পৌঁছাবে?
দ্যা জব ভোকাবুলারি: চাকরির পরীক্ষার জন্য আপনার প্রস্তুতি সম্পূর্ণ হবে এ বইটির মাধ্যমে follow-upnews5 years ago5 years ago 0