এ যেন জাঙ্গল বুক-এর প্রধান চরিত্র মোগলি

follow-upnews
0 0

উত্তর প্রদেশের এক অরণ্যে মেয়েটিকে খুঁজে পাওয়া যায়।

তার বয়স আট থেকে ১০ বছরে মধ্যে হবে বলে অনুমান করা হচ্ছে।

পুলিশ এখন ঐ এলাকার আশেপাশে নিখোঁজ শিশুদের সম্পর্কে খোঁজ-খবর করছে।

ডাক্তাররা তাকে পরীক্ষা করে বলেছেন, মেয়েটি কোন কথা বলে না, শুধু বানরের মতো কিচির-মিচির করে।

কয়েক সপ্তাহ আগে নেপালের সীমান্ত সংলগ্ন কাতারনিয়াঘাট সংরক্ষিত অরণ্যে একদল বানরের মধ্যে গ্রামবাসীরা যখন মেয়েটিকে প্রথম দেখতে পায়, তখন সে ছিল পুরোপুরি নগ্ন।

সে অপুষ্টিতে ভুগছিল এবং তার দেহে বেশ কয়েক জায়গায় ক্ষত ছিল।

উত্তর প্রদেশ পুলিশের একজন কর্মকর্তা সুরেশ যাদব বিবিসিকে বলেন, তারা যখন মেয়েটিকে উদ্ধার করতে যায়, তখনও সে একদল বানরের সাথে খেলা করছিল।

পুলিশ যখন মেয়েটিকে নিয়ে আসার চেষ্টা করছিল তখন বানররা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

মেয়েটির নাম রাখা হয়েছে বন দুর্গা।

চিকিৎসার জন্য তাকে লাখনাউয়ের মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

অনেকেই মেয়েটিকে রুডিয়ার্ড কিপলিং-এর অমর উপন্যাস ‘জাঙ্গল বুক’-এর প্রধান চরিত্র মোগলির সাথে তুলনা করছেন।

তবে মেয়েটি ঠিক কত দিন ধরে বনে বসবাস করেছে সে সম্পর্কে কোন পরিষ্কার ধারণা পাওয়া যায়নি।

সূত্র : বিবিসি

Next Post

সুইডেনের রাজধানী স্টকহোমে সন্ত্রাসী হামলা, বহু হতাহত

https://youtu.be/tQWJSwfXi04 https://youtu.be/0ScBtSrGSYM https://youtu.be/cLgtgTG1f_g স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি লিখেছে, ঘটনাস্থলে গুলির শব্দও পাওয়া গেছে। স্টকহোম পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকালে এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। তারা এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে মনে করছেন। সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন বলেছেন, দেশ হামলার শিকার হয়েছে এবং সবকিছু থেকে এ আভাসই পাওয়া যাচ্ছে যে, সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে বলে জানান তিনি। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি। শহরটিতে পথচারীদের হাঁটার অন্যতম প্রধান সড়ক ড্রনিংয়েটেন (কুইন স্ট্রিট)-এ হামলার […]
সুইডেন