টোকিওতে মুসলিম রোগীদের জন্য চিকিৎসা সেবা

follow-upnews
0 0

টোকিওতে একটি মেডিকেল ইনস্টিটিউট বিভিন্ন জাতি-গোষ্ঠীকে সহায়তা করার জন্য একটি বিশেষ মিশন শুরু করেছে। এ লক্ষ্যে গঠিত একটি দলের সমন্বয়কারীর দেয়া বক্তৃতা এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয় তুলে ধরা হয়েছে এ প্রতিবেদনে। নিচের লিংকে গেলে প্রতিবেদনটি শুনতে পারবেন।

http://www3.nhk.or.jp/nhkworld/bn/radio/bn_report/201607150601/

1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

# সংবাদটি রেডিও জাপানের।

Next Post

মুক্তিযোদ্ধা শিরিন বানু মারা গেছেন

বুধবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে তার ছেলে তাহসিনুর রহমান নিকো জানিয়েছেন। শিরিন বানুর বয়স হয়েছিল ৬৫ বছর। তাহসিন বলেন, রাত সাড়ে ১১টার দিকে তার মা গুরুতর অসুস্থ বোধ করলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট নিয়ে যাওয়া হয়। রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার […]