একটা অসাধারণ গান শুনবে?

follow-upnews
0 0

খিড়কি থেকে সিংহদুয়ার

খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী
এর বাইরে জগত আছে, তোমরা মানো না
তোমাদের কোন্ টা হাসি কোন্ টা ব্যথা,
কোন্ টা প্রলাপ কোন্ টা কথা
তোমরা নিজেই জানো না।

তোমরা পায়রা ওড়াও, বাজি পোড়াও,
কপালে আগুন দিয়ে মনও পোড়াও।

তোমাদের কোন্ টা বাসর, কোন্ টা হারেম,
কোন্ টা নেশা, কোন্ টা যে প্রেম
তোমরা নিজেই জানো না।

জানলার ঝিলমিলিটার পাখি তুলে
তোমরা তাকাও শুধুই চোখের ভুলে।

তোমাদের কোন্ টা আসল কোন্ টা নকল,
কোন্ টা শুধু জবর দখল
তোমরা নিজেই জানো না।


কথা: নচিকেতা ঘোষ, সুর: পুলক বন্দোপাধ্যায়

ছবিতে …

পুরো গানটা …

Next Post

পাপিয়া একজন বৈষ্ণবী

পাপিয়া কে? পাপিষ্ঠা? নো, মোটেও না। পাপিয়া কে? বেশ্যা? নো, মোটেও না। বরং পাপিয়া একজন বৈষ্ণবী, আখড়া নয়, ওয়েস্টিন ছিল তার আশ্রম, সেখানে যেত ভালো–বিখ্যাত রাজনীতিক, সেখানে যেত সৎ–নির্ভিক আমলা, সেখানে যেত শাস্ত্রিক–ধার্মিক ব্যবসায়ী, সেখানে যেত জ্ঞানী–সম্মানী শিক্ষক, বুদ্ধিজীবী— সেখানে যাওয়ার স্বপ্ন দেখেছে পুরস্কার পাওয়া এবং পেতে চাওয়া  এ রাষ্ট্রের […]
Papiya