ফেসবুক থেকে: “প্রশ্নটা স্বাবলম্বী মেয়েদের জন্য”

follow-upnews
0 0

১.

একসময় দেনমোহরের বিষয়টাকে যেমন শিখেছিলাম, তা ছিলো এমন~
এই রীতি নারীর মর্যাদা, সম্মান ও নিরাপত্তাকে নিশ্চিত করে।
না বুঝে তা বিশ্বাসও করতাম আর এখনও স্বাবলম্বী নয় এমন নারীর জন্য তা বিবেচনা করার মতন একটি পন্থা বলে আংশিক কার্যকরী মনেও করি (অবশ্য এটা শুধুই যারা স্বামীর দাসী হওয়ার মনোবৃত্তি পোষণ করে তাদের ক্ষেত্রে, কোনভাবেই যারা স্বাবলম্বী হওয়ার সুযোগ পায়নি তেমন কোন অসমর্থ নারীর জন্যও প্রযোজ্য বলে মনে করিনা)।

২.

প্রশ্নটা স্বাবলম্বী মেয়েদের জন্য~
তাদেরও কী দেনমোহরের মতন একটা অবমাননাকর পন্থাকে বেছে নেয়ার বা মেনে নেয়ার কোন কারণ আছে?
আমি তো মনে করি না এমন অসভ্য একটা রীতির প্রয়োগ এই সভ্য সমাজে থাকার কোন প্রয়োজন আছে।
প্রায় সমবয়সী ছেলেটির প্রেমে যেদিন পড়েছিলাম, সেদিনও যেমন ভেবেছিলাম~
এক বিকেলের রেস্টুরেন্টে খাওয়ার বিল ও দিলে, আরেক বিকেলেরটা আমি দিবো!
তেমনি পড়াশোনার পার্ট চুকে যাওয়ার পর ভেবেছিলাম~
আমাকে যেমন প্রতিষ্ঠিত একটা অবস্থানের জন্য সংগ্রাম করতে হবে, তাকেওতো তাইই করতে হবে। সুতরাং কোনদিনই তাকে তাড়াহুড়ো করে প্রতিষ্ঠা পাওয়ার জন্য তাড়িয়ে বেড়াইনি।
নিজে প্রতিষ্ঠিত হওয়ার পরেও, সে সম্পর্কের পরিণতিরর জন্য মানসিক প্রস্তুতি নেয়ার জন্য দীর্ঘ সময় নিলেও সেই সময় দিতে কার্পণ্য করিনি।
ভেবেছি~
সবার মানসিক গড়ন এক হয় না আর দীর্ঘজীবনের সঙ্গী হিসেবে আজীবনের জন্য শপথ বাক্যে তাকে জীবনে মেনে নেয়ার মতন মানসিক সাহস একই ভাবে, একই সময়ে সমবয়সী দু’পক্ষের সক্ষমতায় পার্থক্য থাকতেই পারে।
সময় দিয়েছি এবং শত পরামর্শকে তাই বরাবরই উপেক্ষা করেছি।
কখনোই ভাবিনি যে~
আমারই সমবয়সী কারোর আমার মতন বা আমার চাইতে বেশি মানসিক-শারীরিক-অর্থনৈতিক ও সামাজিক সক্ষমতা স্বাভাবিক নিয়মেই থাকার কথা, শুধুমাত্র সে পুরুষ বলে!
আসলে কী তা সম্ভব হয়?
হয় না! হলেও সেটা ব্যতিক্রম।

৩.

আর সেখানে বিয়েতে সমবয়সী সেই পুরুষ সঙ্গীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা দেনমোহর কীভাবে চাওয়া যায়? কীভাবে অপ্রত্যাশিত ভাবে সুন্দর সেই সম্পর্কের শুভ পরিনতি বিচ্ছেদে গড়ালে, সেই পুরুষটির কাছে অপরিশোধিত সেই দেনমোহরের টাকাটা প্রাপ্য বলে দাবী করা যায়?
আমার কোনভাবেই এটা মাথায় আসে না, যেখানে নারী সঙ্গীটি ভীষণভাবেই প্রতিষ্ঠিত!
কী প্রয়োজন? আর কোন রুচিতে?
কার টাকা নেবো আমি?
যাকে এবং যে সম্পর্ককে আমি আমার জীবন থেকে মুছে ফেলতে চাইছি, তার এবং সেই সম্পর্কের দোহাই পেড়ে!
হায়রে!
নারী তুমি নিজেকে কেন এখনও এই একবিংশ শতাব্দীতে এসেও বিক্রিত বস্তুই মনে করো!
তুমি স্বাবলম্বী হও, নারী!
স্বাবলম্বী হোক তোমার মন ও সামাজিক-অর্থনৈতিক অবস্থান!

৪.

দেনমোহরের সোজা এবং পরিষ্কার অর্থ হলো~
যৌনদাসী হিসেবে কিনে নেয়া!
পুরুষ কোন নারীকে বিয়েতে দেনমোহর পরিশোধ করে এজন্যই যে~
এর দ্বারা সে সেই নারীর লজ্জ্বাস্থানকে অধিকার বা কিনে নেয়ার সামর্থ্য ঘোষণা করে!
দু:খজনক হলেও এই বর্বর প্রথাটাই আসল সত্যি…

:/
এমন প্রথা নারীকে সম্মানিত করে না, অসম্মানিত ও দাস হিসেবে গণ্য করায়।
স্বাবলম্বী নারীর এর বিরূদ্ধে সোচ্চার হওয়ার সুযোগ আছে, যখন তাদেরকেই দেখি এর স্বপক্ষে দাঁড়িয়ে আত্মপ্রসাদ লাভ করতে…তখন বাকরুদ্ধ হওয়া ছাড়া আর কোন পথই খোলা থাকে না!

আফসোস!
নারী, তুমি এতটা দাসত্বকামী কেন???


জাকিয়া সুলতানা মুক্তা

#ফেসবুকের লেখা হুবহু ছেপে দেয়া হয়। যেহেতু এ ধরনের লেখা লেখকের পাবলিক পোস্ট থেকে নেয়া, তাই লেখার দায় শুধুমাত্র লেখকের।

Next Post

বিসিএস ইংরেজি সাহিত্য: এমসিকিউ প্রশ্ন (চতুর্থ পর্ব)

চাকরি পরীক্ষায় ইংরেজি সাহিত্য থেকে যেসব প্রশ্ন পরীক্ষায় এসেছে তেমন কিছু প্রশ্ন নিয়ে পূর্বে তিনটি পর্ব সাজানো হয়েছিল। এটি চতুর্থ পর্ব, এখানেও ২৫টি প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলি বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় এসেছে। চেষ্টা করা হয়েছে সঠিক উত্তর দিতে যাতে ভুল তথ্য কারো শেখা না হয়ে যায়। 01. Who translated ‘The […]
Lamia Dibbendu Dwip

এগুলো পড়তে পারেন