আমাকে না চেনা মানে তোমার নিজেকেই না চেনা

follow-upnews
0 0
%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%a8
গণজাগরণ মঞ্চের দেশ গড়া শপথ : লেখক, উপরে বাম থেকে তৃতীয়

সাব-সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা সাদী ভাই কদিন আগে মারা গেলেন। তাকে নিযে প্রেসক্লাবে কথা হবে কাল (আজ) বিকালে। আমন্ত্রণ পাঠিয়েছেন কর্ণেল নুরুন্নবী (বীরবিক্রম) ভাই, আমার প্রিয় মানুষ। (আর একজন মারা গেছেন সম্প্রতি, গোপালগঞ্জের দুধর্ষ যোদ্ধা জেসিও হেমায়েত)। কিন্ত গিয়ে কী বলবো? যা বলা দরকার তা বলা যাবে না। ঠিকমত সব কথা বলতে গেলে জেলে যাবার প্রস্ততি নিতে হয়। মুক্তিযোদ্ধাগিরি, এই করলাম, সেই করলাম, আর ভালো লাগে না। নাইবা গেলাম। মাফ করে দিয়েন। ২০১৩-এর গণঅভ্যুত্থানের সময় শাহবাগে সাদী ভাইকে আমি মন্দ বলেছি। তারপরও আমাকে বাসায় নিয়ে গিয়ে আদর করে ভাত খাইয়েছেন। পঞ্চাশ পৃষ্টার একটা লেখা, দেশ বদলাবার জন্য তার থিওরি। তেমন কিছু হয়নি। না হোক। দরদি মুখটা ভাসছে। কষ্ট লাগছে। আর কতো ক্ষোভ, কষ্ট জমা হলে জীবনের জন্য পূর্ণাঙ্গ ঝুঁকি নেয়ার সময় হবে, তার পরিমাপ করি প্রতিনিয়ত।

আরো একটা খারাপ কথা বলতে হয়। ব্যপার হলো। আমি কিছুটা বামপন্থী ধরনের। কিন্তু আমার প্রিয় বামের একটা গ্রুপ মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযুদ্ধ পছন্দ করে না। কথা শুনলে এমন মনে হয়, আমরা না জন্মালেই ভালো ছিল। আমি হলফ করে বলে দিতে পারি, আগামী দিনে কোনো গণঅভ্যুত্থান হলে এই বামেরা আবারও ট্রেন মিস করবে। ওরা সব বোঝে, শুধু বাংলাদেশটা বুঝে না, আমাকে চেনে না-

আমাকে না চেনা মানে উড়ে যাওযা পাখিদের না চেনা
আমাকে না চেনা মানে জলে কেলীরত হাঁসদের না চেনা
আমাকে না চেনা মানে ইতিহাসের ধারাপাত না চেনা
আমাকে না চেনা মানে তোমার নিজেকেই না চেনা।

শেখ বাতেন

Next Post

ক্লাসের সময় প্রাইভেট পড়ানোর প্রতিবাদ করায় জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রী রেজওয়ানা বহিস্কার

ক্লাসের সময় প্রাইভেট পড়ানোর প্রতিবাদ করায় জকিগঞ্জ সরকারি কলেজের ব্যবসা শাখার এক ছাত্রীকে বুধবার সাময়িক বহিস্কার করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা জুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। কলেজের শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করবেন আজকে। বহিস্কৃত ছাত্রী একাদশ শ্রেণীর রেজওয়ানা রশিদ তালুকদার জানায়, কলেজে ক্লাস না নিয়ে […]
জাকিগঞ্জ

এগুলো পড়তে পারেন