সাতক্ষীরা জেলার তালা উপজেলায় ব্রাজিল ভক্ত গোষ্ঠীর শো-ডাউন ও মিছিল অনুষ্ঠিত

follow-upnews
0 0

সাতক্ষীরা

শুভ দত্ত সৌরভ, তালা, সাতক্ষীরা

১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় ব্রাজিল ভক্তগোষ্ঠীর শো-ডাউন ও মিছিল অনুষ্ঠিত হয়। রাশিয়া ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল ভক্তগোষ্ঠী এক বিশাল শো-ডাউন ও মিছিলের আয়োজন করে। ব্রাজিল ফুটবল টিমকে সমর্থনকারী বিভিন্ন স্তরের ফুটবল ভক্তরা মিছিলে প্রিয় দল ব্রাজিলকে নিয়ে তালা উপজেলাতে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে। শো-ডাউন ও মিছিল সম্পর্কে ব্রাজিলিয়ান সার্পোটাস ও তালা ব্রাজিল ফ্যানস ক্লাবের অন্যতম সমন্বয়ক সৈয়দ রাজিবুল ইসলাম, সৈকত রহমান শিমুল, অর্ঘ্য ঘোষ,সুমন বাপ্পী, তন্ময় দে, শেখ সবুজ সহ বেশ কয়েকজন বলেন, “সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর অবশ্যই বিশ্বকাপ ফুটবল। প্রথম থেকেই আমরা ব্রাজিল সাপোর্ট করি। তাদের নান্দনিক ফুটবল, খেলার ধরণ, সবশেষে বিজয়, এগুলো অনেক বেশী উপভোগ করি। আজকের শোডাউন ছিলো ব্রাজিল টিমের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। অনেক অনেক শুভ কামনা রইল প্রিয় ব্রাজিল টিমের জন্য।” রাশিয়া ফুটবল বিশ্বকাপ-২০১৮ কে ঘিরে সারাবিশ্বব্যাপী ফুটবল সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ফুটবলপ্রেমী ভক্তরা নিজের প্রিয় দলকে বিভিন্নভাবে সমর্থন জানিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তালা উপজেলাসহ গোটা সাতক্ষীরা জেলাজুড়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এছাড়া বিশ্বকাপ ফুটবল ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও রীতিমতো ব্যস্ত হয়ে পড়েছে ফেসবুক প্রিয় সমর্থকেরা।

শো ডাউন

বাংলাদেশ

তালা উপজেলা

ব্রাজিল

সাতক্ষীরা/বাংলাদেশ

 

Next Post

সাতক্ষীরার তালা উপজেলায় অবস্থিত সুপ্রাচীন বটবৃক্ষটি

শুভ দত্ত সৌরভ, তালা, সাতক্ষীরা, ১৬ জুন ২০১৮ সাতক্ষীরা জেলার তালা উপজেলায় ৮নং মাগুরা ইউনিয়নের ৪ নং চরগ্রাম ওর্য়াড এ অবস্থিত সুপ্রাচীন এ বটগাঝটি, গাছতলা প্রাঙ্গন। মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের অনতিদূরে অবস্থিত এই সুবৃহৎ বট বৃক্ষের পরিচয় এখনও অধিকাংশ মানুষের কাছেই অজানা। এখানে দীর্ঘকাল ধরে হিন্দু ধর্মাবলম্বীরা […]
তালা, সাতক্ষীরা

এগুলো পড়তে পারেন