সাদেক হোসেন খোকার ৫০ একর জমি বাজেয়াপ্ত

follow-upnews
0 0

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় থাকা বিএনপি দলীয় সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মালিকানাধীন ৫০ দশমিক ৮৯ একর জমি বাজেয়াপ্ত করা হয়েছে। ওইসব জমির মধ্যে একটি মাছের খামার ও কৃষি জমি রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জের তারাবো ও গোলাকান্দাইল এলাকায় ওই জমি বাজেয়াপ্ত করে উপজেলা প্রশাসন। পরে সেখানে লাল নিশানা সাটিয়ে দেওয়া হয়েছে জানা গেছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম জানান, দুদকের একটি মামলায় বিশেষ আদালতের নির্দেশে ৫০ দশমিক ৮৯ একর জমি বাজেয়াপ্ত করে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। জমি খাস করার প্রক্রিয়া চলছে।

সূত্র: বাংলা ট্রিবিউন

Next Post

বিশ্ববিদ্যালয়-মাদ্রাসায় ইসলামী ছাত্রী সংস্থার কার্যক্রম বন্ধের নির্দেশ

বিশ্ববিদ্যালয় এবং ফাজিল ও কামিল মাদ্রাসায় জামায়াতে ইসলামীর ছাত্রী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় গত মঙ্গলবার আলাদা দুটি চিঠিতে ইউজিসি চেয়ারম্যান ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিবন্ধককে এই নির্দেশনা দেয়। চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি ইসলামী […]