অসংখ্য বাড়ি এবং মার্কেটের মালিক তিনি, কিন্তু একটি মটর কেনার টাকা নেই!
নিজস্ব প্রতিবেদক পুরনো ঢাকার অধিপতিও বলা যায় তাদের। পুরনো ঢাকায় বেশ কতগুলো মার্কেট রয়েছে। নবাবপুরে হোটেল রয়েছে, নিউমার্কেটে দোকান রয়েছে। কিন্তু একটা মটর ঘন ঘন নষ্ট হলেও সেটি তারা পাল্টাতে পারেন না বা পাল্টানোর প্রয়োজন বোধ করেন না। আজকে (৫ সেপ্টেম্বর ২০১৬) মটরটি পুরোপুরি নষ্ট হওয়াতে সকাল থেকে রাত পর্যন্ত (সর্বশেষ খবর) পুরনো ঢাকার ২৮,…