আলোর দল -নীলা আক্তার
কোথাও নেই কেউ আজ, নেউ কোনো ঝড়ো হাওয়া, ঝুমঝুম অন্ধকার চারিদিক শুধু আমি বিত্রস্থ একা। তক্ষক ডাকা এই নিশুতিতে রূপকথা শুনে শিউরে উঠে না গা? স্বপ্নে আমার শরীরে কেউ ছড়িয়ে দেয় শিউলি ফুল …. মালা অন্ধকারে এত আলো! আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় আমার কপাল-গাল, অধর ছুঁয়ে আলোর দল নেমে যায় অন্ধকারে গোপনে। নীলা আক্তার