তিউনিশিয়ায় সরকারি অফিশ এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিকাব নিষিদ্ধ

follow-upnews
0 0

সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিকাব পড়া নিষিদ্ধ করেছে তিউনিশিয়ার সরকার৷ উত্তর আফ্রিকার দেশটিতে বেশকিছু সন্ত্রাসী ও জঙ্গি হামলার কারণে প্রধানমন্ত্রী ইউসেফ চাহেদ এ সিদ্ধান্ত নেয়ার ঘোষণা দেন৷

Tunisia

টিউনিস প্রধানমন্ত্রী ইউসেফ চাহেদ শুক্রবার এই সরকারি বিবৃতিতে সাক্ষর করেন৷ বিবৃতিতে ‘‘মুখ ঢাকা কোনো ধরনের পোশাক পড়ে সরকারি অফিস ও প্রতিষ্ঠানে প্রবেশে” নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে৷ মুসলিম নারীদের বিশেষ এক ধরনের পোশাক নিকাব, যাতে শুধু চোখ ছাড়া বাকি পুরো মুখ ঢাকা থাকে৷

২৭ জুন দুটি আত্মঘাতি বোমা হামলায় দুজন মারা যান এবং আরো বেশ কয়েকজন আহত হন৷ এর পরপরই এই নিষেধাজ্ঞার ঘোষণা এলো৷ আর আগে গত বছরের অক্টোবরে রাজধানী তিউনিসের পাশে মুখ ঢাকা এক নারীর আত্মঘাতি হামলায় পুলিশ সদস্যসহ অনেকে আহত হন৷

দেশটির সরকার আশঙ্কা করছে, অনেকেই ছদ্মবেশ ধারণ করে বিচারের হাত থেকে বাঁচতে এ ধরনের পর্দা ব্যবহার করতে পারে৷

তবে নিকাব নিষিদ্ধের এ সিদ্ধান্তটিতে রাজধানী তিউনিসে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৷ কেউ কেউ সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে সরকারের এ ধরনের সিদ্ধান্ত নেয়ার অধিকার রয়েছে বললেও অনেকে এমন সিদ্ধান্তকে দেখছেন ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে৷

দেশটির লিগ ফর দ্য ডিফেন্স অফ হিউম্যান রাইটস অবশ্য বলছে, এটি একটি সাময়িক ব্যবস্থা৷ সংস্থাটির প্রেসিডেন্ট জামেল এমসালেম জানিয়েছেন, ‘‘পোশাকে ব্যক্তিগত পছন্দের পক্ষে আমরা৷ কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এবং জঙ্গি হামলার হুমকির পরিপ্রেক্ষিতে আমরা এ সিদ্ধান্তকে যৌক্তিক মনে করছি৷”

কয়েক দশক ধরে স্বৈরশাসক জাইন আল আবেদীন বেন আলীর শাসনামলে প্রকাশ্যে কোনো ধরনের ধর্মীয় পোশাক পরার ব্যাপারে বিধিনিষেধ ছিল৷ ২০১১ সালে এক গণঅভ্যূত্থানে তার পতনের পর প্রকাশ্যে হিজাব ও নেকাব পরার অনুমতি পান তিউনিশিয়ার নারীরা৷

কিন্তু এখন বিভিন্ন হামলায় মুখ ঢাকা পোশাক পরা নারীরে জড়িত থাকার অভিযোগের মধ্যে আবার জোরেশোরে উঠতে শুরু করেছে এমন দাবি৷

Next Post

অফিশেও খেতে পারেন আম কাঁঠালের মতো মৌসুমী ফলগুলি

সপ্তাহে পাঁচদিন বা ছয়দিন নয়টা-পাঁচটা অফিশ, তাহলে আয়েস করে দিনের বেলা এসব ফল খাওয়ার সময় কোথায়? অথচ ফল খাওয়ার উপযুক্ত সময়টাই হচ্ছে দিনেরা বেলা। সেক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে— অফিসের সবাই মিলে মাঝে মাঝেই, দুপুরে খাওয়ার পরে বা বারোটার দিকে ফল খাওয়া যেতে পারে, এটা হতে পারে আম জাম […]
অফিসে ফল খাওয়া