বেরিয়েছে শব্দদেউল পত্রিকার প্রথম সংখ্যা (বিজয় সংখ্যা)

follow-upnews
0 0

shabdodeul


সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘বিল্ড ফর নেশন’ এর ত্রৈমাসিক ম্যাগাজিন হিসেবে বেরিয়েছে ‘শব্দদেউল’ পত্রিকাটি। দিব্যেন্দু দ্বীপ -এর সম্পাদনায় পত্রিকাটির সম্পাদনা পরিষদে রয়েছেন- গাজী লতিফ, সারফুদ্দিন আহমেদ, কাজী মসিউর রহমান, দিপঙ্কর দাস, জাকিয়া সুলতানা মুক্তা, রূপম রোহান, মেহেদি রাসেল। ব্যবস্থাপনা সম্পাদক:  শরিফুল ইসলাম খান; ব্যবস্থাপনা সহকারি: শুভ্রদেব ভক্ত; বিপণন ব্যবস্থাপক: নিয়ামুল ইসলাম। পত্রিকাটির প্রচ্ছদ এঁকেছেন এরফান উদ্দিন আহমেদ। পত্রিকাটি প্রকাশনার সমূদয় খরচ বহন করেছেন ‘বিল্ড ফর নেশন’ এর সভাপতি শরিফুল ইসলাম খান। 

এই সংখ্যায় যারা লিখেছেন:

’৭১-এর গল্প: চৌধুরি এমদাদুল হক

আমরা যেন ভুলে না যাই: সোহরাব হাসান

সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে উন্নয়ন: কাজী মসিউর রহমান

বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন এবং আজকের বাংলাদেশ: মো: হাবিবুর রহমান

একাত্তরের মুক্তিযুদ্ধে গোপালগঞ্জে গণহত্যা: রবীন্দ্রনাথ অধিকারী

মুক্তিযুদ্ধের চেতনা ও গোপালগঞ্জ প্রসঙ্গ: রনজিত কুমার

সমতা, উন্নয়ন, শান্তি, প্রগতি ও সৌহার্দ ‘মুক্তিযুদ্ধের চেতনার’ মূলভাব: হুমায়ারা আক্তার

বাংলা ভাষা এখন এক মুমূর্ষু রোগী: অসীম বিশ্বাস মিলন

মুক্তিসংগ্রামের বর্ণমালা: আহমদ ছফা

মাংসের কারবার: মশিউল আলম

দুলাল স্যারের প্রত্যাবর্তন: সন্ন্যাসী রতন

পাকিস্তানি হানাদার: তানবীরা তালুকদার

রাজাকারের জবানবন্দী: শ্যামল সেন

পারাপার: কিরন শেখর কুণ্ডু

বদ্দা ও আমার দেখা মুক্তিযুদ্ধ: জাকিয়া সুলতানা মুক্তা

প্রজন্ম একাত্তর: শাহিদা সুলতানা

তবুও বিজয়: সারফুদ্দিন আহমেদ

বিজয়ের শ্লোক: রূপম রোহান

জোড়া খুনের গল্প: বিশ্বাস মশাই

মহান বিজয়: অরূপ গাইন

সীমারেখা: সৌমিত্র মোহান্তি

একজন কাঁকাত হেনিনচিতা: শিমুল সালাহ্উদ্দিন

সাক্ষাৎকার: মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার


পত্রিকাটি পেতে: ০১৮৪৬৯৭৩২৩২ নম্বরে যোগাযোগ করুন।

Next Post

সরদার আব্দুর জলিল কে আহ্বায়ক এবং দিব্যেন্দু দ্বীপ কে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ কমিটি ঘোষিত

শুভ দত্ত সৌরভ, বাগেরহাট প্রতিনিধি বর্ষীয়ান রাজনীতিক সরদার আব্দুর জলিল কে আহ্বায়ক এবং লেখক সাংবাদিক দিব্যেন্দু দ্বীপ কে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ কমিটি ঘোষিত হয়েছে বাগেরহাট জেলা কমিটি হিসেবে। গত ১২/১২/২০১৮ তারিখে বাগেরহাট জেলার যাত্রাপুর ইউনিয়নের কোমরপুর গ্রামে অনুষ্ঠিত এক সভা থেকে ঘাতক দালাল নির্মুল […]
দিব্যেন্দু দ্বীপ

এগুলো পড়তে পারেন