রেস্টুরেন্টের ওপর ‘নিরাপদ খাদ্য আন্দোলন’ এবং ‘কিউএন্ডসি’ রিসার্স যৌথভাবে জরিপ পরিচালনা করছে

follow-upnews
0 0
নিরাপদ খাদ্য আন্দোলন
জরিপের ফরম।

নিরাপদ খাদ্য আন্দোলন (নিখাআ)

সহযোগিতায়: কিউএন্ডসি রিসার্স, মিডিয়া পার্টনার: ফলোআপনিউজ

রেস্টুরেন্টের নাম: ………………………

মালিকের নাম: …………………………..

ঠিকানা: ……………………………………

মোবাইল: …………………………………

খাবারের মান, খাবারের দাম, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য সুরক্ষা— এই চারটি চলকের ভিত্তিতে রেস্টুরেন্টগুলোর শ্রেণিবিন্যাস করা হচ্ছে। প্রতিটি চলকের বিপরীতে ১০ নম্বরের ভিত্তিতে মার্কিং করে এই শ্রেণিবিন্যাস করা হচ্ছে। ১০-এর মধ্যে ৮ পেলে ক্যাটাগরি এ, ৬ পেলে ক্যাটাগরি বি, ৬-এর কম পেলে ক্যাটাগরি সি। সি ক্যাটাগরিতে যে রেস্টুরেন্টগুলো থাকবে সেগুলোতে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে ‘নিরাপদ খাদ্য আন্দোলন’ বা নিখাআ।

 

মন্তব্য:

 

 

 

 

 

কর্তৃপক্ষের স্বাক্ষর:                                                            

Next Post

গোপালগঞ্জে মাতৃ মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি গুণে-মানে-স্বাদে সেরা

দোকানটির অবস্থান গোপালগঞ্জ কোর্ট চত্ত্বর সংলগ্ন মেইন রোডে। দোকানটির স্বত্ত্বাধিকারী মনোজ ঘোষ। তিনি নিজেই মিষ্টির কারিগর। সত্যিই তিনি অসাধারণ মিষ্টি বানান। মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। তিনি মিষ্টি বানান গরুর খাঁটি দুধ দিয়ে। কোনো ধরনের গুড়ো দুধ তিনি ব্যবহার করেন না। মিষ্টির কারিগর মনোজ ঘোষের রয়েছে ব্যবসায়ীক জীবনের এক […]
গোপালগঞ্জ