প্রতারণাপূর্ণ শিরোনাম দিয়ে সংবাদ পরিবেশন করছে এমনকি প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোও

follow-upnews
0 0

মিথ্যা সংবাদ, চটকদার মিথ্যা সংবাদ, সাম্প্রতিক সময়ের অন্যতম একটি বড় সমস্যা। কাজটি করে থাকে সাধারণত ভুঁইফোড় পত্রিকাগুলো। তবে প্রথম সারির গণমাধ্যমগুলোও শিরোনামের ক্ষেত্রে বর্তমানে জালিয়াতি করছে।

 “ঢাকায় চীনা নাগরিক করোনাভাইরাস উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি”

এটি কোনো পত্রিকার খবরের শিরোনাম হওয়ার অর্থ— তারা নিশ্চিতভাবে জেনেছে যে ঢাকায় একজন চীনা নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাই না?

অথচ তারা ভেতরে লিখছে—

রাজধানীর গুলশানের একটি অভিজাত হাসপাতালে ভাইরাল উপসর্গ নিয়ে চীনের একজন নাগরিক আজ সোমবার দুপুরে ভর্তি হয়েছেন। 

চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষার প্রক্রিয়া শুরু করেছেন। তবে ওই ব্যক্তি করোনাভাইরাস বহন করছেন কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এটা নিশ্চিতভাবে পাঠকের সাথে প্রতারণা। কোনো দায়িত্বশীল গণমাধ্যম এ কাজটি করতে পারে না। করা উচিৎ না। 

বিভ্রান্তিকর শিরোনাম
২৭ জানুয়ারি, ২০২০ তারিখের কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম।
খবরের ভেতরের অংশ
খবরের ভেতরের অংশ।
Next Post

পর্দানশীল নয় যে নারীসমাজ ...

ভযঙ্কর ভয়ঙ্কর ওয়াজ করা হয় নারীদের নিয়ে— নারীরা জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যেতে পারবে না, গেলেও যেতে হবে কঠোরভাবে পর্দা করে ইত্যাদি। এছাড়াও বর্তমানে ওয়াজকারীদের দুটি পক্ষ আবার বিতর্ক করছে যে নারীরা হাতে পায়ে মোজা পরে, মুখমণ্ডল একেবারে ঢেকে পর্দা করবে, নাকি শুধু শরীর ঢেকে মাথায় কাপড় দিলেও চলবে।  তবে […]
মাছ বিক্রেতা নারী

এগুলো পড়তে পারেন