পাশে দাঁড়ান: শিক্ষিকার দুটি কিডনিই প্রায় অকেজো হয়ে গেছে

follow-upnews
0 0

করুণা রাণী দাস

করুণা রাণী দাস

গ্রাম: রঘুদত্তকাঠী

ডাকঘর: মসনী

উপজেলা: কচুয়া

জেলা: বাগেরহাট।

করুণা রাণী দাস, বাগেরহাট জেলার আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (বর্তমানে আর চাকরি করতে পারছেন না)। শিক্ষক হিসেবে এলাকায় তার সুনাম রয়েছে। অনেকদিন যাবৎ তিনি কিডনি সমস্যায় ভুগছেন। টাকা-পয়শা না থাকায় বর্তমানে তার চিকিৎসা প্রায় থেমে গিয়েছে। ডাক্তার জানিয়েছেন তার দুটো কিডনিই বর্তমানে প্রায় অকেজো হয়ে গেছে। ডায়ালাইসিস-এর এক পর্যায়ে তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। বর্তমানে তিনি ঢাকার ল্যাবএইড হাসপাতালে নেফ্রোলজিস্ট ডাঃ মহসিনের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে পরীক্ষা নীরিক্ষা, ডাক্তার, ওষুধ এবং প্রতি সপ্তাহে একটি ইনজেকশনের খরচ (নিপোটিন ৪০০ আইইউ) —সব মিলিয়ে ২০০০০ (বিশ হাজার) টাকার বেশি।

তিনি তার সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা তাকে সাধ্যমত বিভিন্নভাবে সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।  

করুণা রাণী দাসের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর রাখতে এবং সহযোগিতা করতে যোগাযোগ: ০১৭৯ ৪৯ ১৩ ৫৮৪ ।

অর্থ সহযোগিতা করতে:

A/C Name: করুণা রাণী দাস

A/C NO: ৩৪০৬১৪৪৫

সোনালী ব্যাংক লিঃ, কচুয়া শাখা, বাগেরহাট।  

Next Post

দ্যা জব ভোকাবুলারি: চাকরির পরীক্ষার জন্য আপনার প্রস্তুতি সম্পূর্ণ হবে এ বইটির মাধ্যমে

না চাইলেও বাড়তি একটি ঝামেলা আমাদের নিতে হয়, অর্থাৎ ইংরেজি ভাষাটি আমাদের শিখতে হয়। এটাই বিশ্ববাস্তবতা। বিশ্ববাস্তবতা মাথায় রেখে আমাদের উচিৎ মাতৃভাষার পাশাপাশি একদম ছোটোবেলা থেকে এই ভাষাটিও শিখে ফেলা, কিন্তু বিভিন্ন কারণে তা হয় না, এখন পর্যন্ত হয়নি। ফলে পরিণত বয়সে এসেও ইংরেজি ভাষা শিক্ষার জন্য অনেক পড়াশুনা করতে […]
দ্যা জব ভোকাবুলারি