ইমেইলের উদ্ভাবক আর নেই

follow-upnews
0 0

160306225541_ray_tomlinson_inventor_correo_electronico_640x360_afp_nocredit

ইমেইল ছাড়া আধুনিক বিশ্বের যোগাযোগ প্রায় অসম্ভব।

আর এই ইমেইলের যিনি উদ্ভাবন করেছিলেন সেই রে টমলিনসন মারা গেছেন।

চুয়াত্তর বছর বয়সে মারা গেলেন এই মার্কিন কম্পিউটার ইঞ্জিনিয়ার।

১৯৭১ সালে তিনি প্রথম ই মেইলের মাধ্যমে ইলেক্ট্রনিক বার্তা আদান প্রদানের বিষয়টি শুরু করেন। এখন ইমেইল ছাড়া আধুনিক বিশ্বের যোগাযোগ প্রায় অসম্ভব।

বোস্টনে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত অবস্থায় তিনি প্রথম আধুনিক ইমেইল বার্তাটি পাঠান।

বর্তমানে সব ধরনের ইমেইলের ক্ষেত্রে যে “@” প্রতীকের ব্যবহার করা হয় তারও প্রচলন শুরু হয় তার মাধ্যমে।

তিনি পরে বলেছিলেন, তার প্রথম ইমেইলে কি লেখা হয়েছিল সেটি তার আর স্মরণ নেই।

সূত্র: বিবিসি বাংলা

Next Post

মোবাইলের নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় শিক্ষিকা বরখাস্ত

শিক্ষিকার ফোন থেকে নগ্ন ছবি চুরি ও ইন্টারনেটে প্রকাশের পর ওই শিক্ষিকাকেই বরখাস্ত করা হয়েছে। আর যে ছাত্র এই কাণ্ড ঘটিয়েছে তার কোনো শাস্তি হয়নি এখনও। ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার ইউনিয়ন কাউন্টি হাই স্কুলে। ১৬ বছর বয়স্ক শিক্ষার্থীর ওই কাণ্ডে শিক্ষিকাকে পদত্যাগের নির্দেশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। প্রযুক্তিবিষয়ক সাইট […]