মিডিয়া ওয়াচ: একই সাক্ষাৎকারে চারবার ছবি কেন?

follow-upnews
0 0

একই সাক্ষাৎকারে চারবার ছবি কেন?

বাংলা ট্রিবিউন অনলাইন পত্রিকা ২৯ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মোবাইল কোম্পানি এয়ারটেলের চিফ সার্ভিস অফিসার রুবাবা দৌলার একটি সাক্ষাৎকার ছাপে। প্রশ্ন হচ্ছে, সাক্ষাৎকারে রুবাবা দৌলার ছবি চারবার ব্যবহার করার কী যুক্তি থাকতে পারে?

মারা গেল যে তাঁর কথা শিরোণামে নেই

দুর্ঘটনাটি ঘটেছিল ১৬ অক্টোবর কক্সবাজারের উখিয়ায়। জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ঐ হেলিকপ্টারে একটি বিজ্ঞাপনের শুটিং-এর জন্য কক্সবাজার পৌঁছান। ফিরতি পথে কপ্টারটি দুর্ঘটনায় পড়ে তাতে একজন নিহতও হয়। ফলে এই ঘটনাটির শিরোণাম কোনোভাবেই হতে পারে না- “অল্পের জন্য বেঁচে গেলেন সাকিব”। তাহলে মৃত্যুর খবরটি একেবারেই মূল্যহীন হয়ে যায়, তাতে ভিতরে যা-ই লেখা থাকুক না কেন। প্রায় সকল পত্রিকার শিরোণাম ছিল কাছাকাছি বা একই রকম।

বাংলাদেশ প্রতিদিনের এই নিউজের সূত্র কী, ভিডিওটি থেকে আসলে কিছুই বোঝা যাচ্ছে না।
Next Post

জান্নাতুল এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

নয় বছরের জান্নাতুল ফেরদৌস। একটি খেলনার সেট হাতে নিয়ে অ্যাম্বুলেন্স থেকে নামে। মাথার তালুতে অনেকটা জায়গাজুড়ে ঘা। গরম ইস্তিরি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছিল সেখানে। শুধু মাথা নয়, সারা গায়ে অসংখ্য পোড়া দাগ। গাজীপুরের জয়দেবপুরে এক বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয় সে। জান্নাতুলের বাড়ি চাঁদপুরের হাইমচরে। […]