শতকরা অংক নিমিষে করা যায় যেভাবে

follow-upnews
0 0

ধরুন, প্রশ্ন করা হল- পঁচিশ এর চার পার্সেন্ট সমান কত? আপনি যদি কাগজ কলমে করতে বসেন, তাহলে কমপেক্ষ চল্লিশ সেকেন্ড লাগাবেন অংকটা করতে। অথচ হিসেবটা কত সোজা তা ভাবলে আপনার মাথা হেট হয়ে যাবে। চার পার্সেন্ট মানে একশোর মধ্যে চার। পঁচিশ হচ্ছে একশোর চারভাগের একভাগ। একশোর মধ্যে চার হলে পঁচিশের মধ্যে যে এক হবে এটা বুঝতে কি তিন সেকেন্ডের বেশি লাগার কথা? এই লেসনে আপনাকে শতকরা অংক করার কিছু কৌশল শেখানে হবে।
perc_compare_numbers1-blue

Next Post

ঈশ্বরের নির্দেশ

ছেলেটা বেওরিশ একটা কুকুরকে অফিশ থেকে ফেরার পথে দশ টাকা দিয়ে একটা পাউরুটি কিনে দিত রোজ। বইয়ের মলাট চোর একটা ইঁদুরকে হাতেনাতে ধরেও পালাতে দিয়েছিলো একদিন, মায়া হয়েছিলো! রিক্সা থামিয়ে দু’টো ডাব কিনেছিলো সে, দোকানদার ভেবেছিলো আগেপিছে কেউ বুঝি আছে, একটু অপেক্ষায় থেকে গোপনে ডাবটি তুলে দিয়েছিলো রিক্সাচালক ছেলেটিকে। অফিশে […]
rat rat

এগুলো পড়তে পারেন