Vocabulary যেভাবে শিখতে হয়

follow-upnews
0 0

১. শব্দটির etymology জানতে হবে;

২. derivation জানতে হবে;

৩. related word গুলো জানতে হবে;

৪. parts of speech জানতে হবে;

৫. শব্দটির বিশেষ কোনো ব্যবহার থাকলে তা জানতে হবে;

৬. দিনে ৫টির বেশি শব্দ না শেখাই ভালো;

সব শব্দ সচেতনভাবে শেখা লাগে না। অ্যাকাডেমিক পড়াশুনার কারণে অনেক শব্দ এমনিতেই শেখা আছে। সচেতনভাবে শেখা লাগবে বড় জোর ৫০০০ টি শব্দ। অনার্স ফাস্ট ইয়ার থেকে সচেতনভাবে দিনে ৫টি শব্দ শিখলে চার বছরে ৬০০০-এর অধিক শব্দ শেখা হয়ে যাওয়ার কথা। parts of speech মুখস্থ করা লাগে না, বেশিরভাগ ক্ষেত্রেই suffix দেখে parts of speech চেনা যায়। তাছাড়া বাক্যে শব্দটি কীভাবে ব্যবহৃত হচ্ছে তার ওপর অনেক সময় শব্দটির parts of speech নির্ভর করে।

Next Post

চাকরির পরীক্ষার জন্য রোজ একটি অংক-৫

♦♦ কোনো একটি অায়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি ১০% বাড়ে এবং প্রস্থ যদি ২০% বাড়ে তাহলে ক্ষেত্রফল কত পারসেন্ট বাড়ে? ক. ৩২%                          খ. ২৫%                             গ. ৩৫%                                 ঘ. ৪০% সমাধান: আয়তক্ষেত্র বলুক আর বর্গক্ষেত্র বলুক, দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়টাই ১০ ধরতে হবে। ১০ ধরার কারণ হচ্ছে, ক্ষেত্রফল ১০০ রাখার জন্য। তাহলে কত শতাংশ […]
ম্যাথ-৩ ম্যাথ প্লে