বিশ্বাস করো এ যুদ্ধ মানবিকতার?

follow-upnews
0 0

’৭১ এ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যায়নি যে যুবক

সেই খুনখুনে বৃদ্ধও আজ

মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধে যেতে চায়!

বিশ্বাস করো এ যুদ্ধ মানবিকতার?

এ যুদ্ধ সাম্প্রদায়িকতার।

এ যুদ্ধ ভালোবাসার নয়, এ যুদ্ধ ঘৃণার।

এ যুদ্ধ সৃষ্টির নয়, এ যুদ্ধ ধ্বংসের।

এ মস্তিষ্ক এখনো আদীম,

বিশ্বাস করি না এ মন হয়েছে মানুষের,

বিবর্তন হয়েছে বোধকরি শুধু দেহের।

এসব খুনে ইচ্ছে রক্ষা করবে না

হিন্দু মুসলামান বৌদ্ধ খ্রিস্টান।

খুন করে আদর্শ বাঁচে না, বাঁচে না

যিহোবা বা আল্লাহ ঈশ্বর ভগবান।

এভাবে রোহিঙ্গা বাঁচে না, বাঁচে না কোনো মানুষ।

বেঁচে থাকে শুধু ধর্মান্ধতা,

ঔদ্ধত্ব-অংহকার, মিথ্যা আভিজাত্য আর যত স্বার্থান্ধতা।


 দিব্যেন্দু দ্বীপ

মীর্জাপুর, টাঙ্গাইল

Next Post

"মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ তূর্য"

১ আমি তখন হাই স্কুলের ছাত্রী। গ্রামে এক চাচাতো বোনের বিয়ের গায়ে হলুদে সবাই যখন হলুদ মেহেদী নিয়ে দৌড়ঝাঁপ আনন্দ করছে, এক দাঁত পড়া, শরীরের চামড়া ঝুলে পড়া দুলাভাই আমার গায়ে হলুদ মাখতে গিয়ে বাজে কামনার প্রকাশ ঘটানোয় তাৎক্ষণিক আমি থমকে দাঁড়িয়ে থাকি। মাথায় রক্ত টগবগ করছে, গা থরথর করে […]
তানিয়া ইশরাত