এবার যুদ্ধ কর্মে, এবার যুদ্ধ মানব ধর্মে

follow-upnews
0 0

যুদ্ধটা ছিল মানবতার,

যুদ্ধটা ছিল

সবাই মিলে আকাশ ছোঁয়ার।

যুদ্ধটা ছিল মুক্তির,

যুদ্ধটা ছিল উত্তরণের।

কিছুই হয়নি অর্জিত,

কেড়ে নিয়েছে সব

ওরা যারা ছিল পরাজিত।

আবার যুদ্ধ যুক্তির,

আবার যুদ্ধ মুক্তির।

স্লোগানে স্লোগানে শুধু নয়,

গানে গানে শুধু নয়,

বক্তৃতার কথায় শুধু নয়;

এবার যুদ্ধ কর্মে,

এবার যুদ্ধ মানব ধর্মে।


দিব্যেন্দু দ্বীপ

Next Post

কুইজের উত্তর পাঠিয়ে জিতে নিন পুরস্কার

১. বিবিসি বাংলার শ্রোতা জরিপে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হয়েছেন কে? ২. ’৭২-এর সংবিধানের মূলনীতি কয়টি? কী কী? ৩. একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটির বর্তমান সভাপতি কে? ৪. গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠিত হয়েছিল কত তারিখে? ৫. ‘গেরিলা’ ছবিটির পরিচালক কে? ৬. গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ৭. […]
চুকনগর