শাহিদা সুলতানার কবিতাঃ “এক বিষণ্ণ রোববারে” কাব্যগ্রন্থ থেকে

follow-upnews
0 0

দূরত্ব

সূর্যের কমলা রঙ নিভে গেলে

রাত নামে আর

তারপর সারা রাত জ্বলে জ্বলে

ভোরের চিতায় মিশে যায়

সব নক্ষত্রের গল্প।

 

এক অনিন্দিত সুন্দরের প্রতীক্ষায়

শুরু হয় প্রতিটা প্রেমের গল্প,

তবুও এগুলো কোনদিন

দেখে না শেষের দৃশ্য

মিলনান্তক সিনেমার মতো।

 

সেই ভোর থেকে বরফের চাই ভেঙে

আমরা হেঁটেছি পরস্পরের দিকে

দুটি ভিন্ন প্রান্তর থেকে

অথচ কখন গিয়েছি পেরিয়ে,

এখন উল্টো পথে

কেবলই বাড়ছে দূরত্ব

প্রতিটি পদক্ষেপে, প্রতিদিন

একটু একটু করে।



শাহিদা সুলতানা

Next Post

বড় বাবু সমাচার: সরকারি চাকরিতে আমার ভয়ঙ্কর অভিজ্ঞতা ।। নাজনীন মায়া

২০১১ সালে বেশ অপরিণত বয়সে সরকারি চাকরিতে যোগদান করি। তখন আমার বয়স ২১ বছর ১০ মাস। যোগদান করতে এসে প্রথম যে মানুষটার হাতে কাগজ পত্র দিতে হয় তাকে বড়বাবু বলে। কী আদরের নাম–‘বড়বাবু’। প্রত্যেক সরকারি অফিসে বড়বাবু নামের মানুষটা আছে। আমি বেশ অস্থির, সাথে ভাগ্যটাও। চাকরিটার জন্য আমাকে ছুটতে হয়েছে […]
নাজনীন মায়া