অতর্কিতে তলিয়ে দেবো // শেখ বাতেন
আমি হয়তো মরেই যাবো বায়ুমণ্ডলে ঘুরে বেড়াবো ইচ্ছামতো বিষ ছড়াবো ভয়ের স্বপ্নে ঘুম তাড়াবো আমি হয়তো চলেই যাবো মাটির ভেতর অনেক নিচে আগ্নেয়গিরির আগুন হবো ভূ-কম্পনে দানব দালান ইচ্ছামতো ধ্বসিয়ে দেবো আমি হয়তো মরেই যাবো নদীর জলে মিশে রবো সুযোগমতো জলোচ্ছ্বাসে নষ্ট শাসক সাঙ্গপাঙ্গ অতর্কিতে তলিয়ে দেবো। শেখ বাতেন
