পাখির বাংলাদেশি সাইটকে হুমকি

follow-upnews
0 0

বাংলাদেশের কিছু ওয়েবসাইটে কলকাতার অভিনেত্রী মধুমিতা চক্রবর্তীকে নিয়ে দেহব্যবসার খবর ছাপানোর অভিযোগ ওঠেছে। এ ঘটনার নিন্দা জানিয়ে মামলার হুমকি দিয়েছেন ‘বোঝে না সে বোঝে না’-পাখি খ্যাত এ অভিনেত্রী ও তার স্বামী অভিনেতা সৌরভ চক্রবর্তী।

স্থানীয় সংবাদমাধ্যম এবেলা ভুয়া খবর ও মামলার কথা জানালেও কোনো ওয়েবসাইটের নাম উল্লেখ করেনি।‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে ভারত ও বাংলাদেশে বেশ জনপ্রিয়তা পেয়েছেন মধুমিতা। তবে বাংলাদেশের প্রথম সারির কোনো অনলাইনে দেহব্যবসার খবর ছাপানোর প্রমাণ পাওয়া যায়নি।এবেলার ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের কিছু ওয়েবসাইট দেহব্যবসার কারণে গোয়ায় মধুমিতা গ্রেফতার হয়েছেন এমন খবর ছাপে। ১৪ আগস্ট খবরটি প্রকাশিত হয়। সূত্র হিসেবে একটি ভারতীয় সংবাদপত্রের নাম উল্লেখ করা হলেও সেই সংবাদপত্রে ওই তারিখে এমন কোনো খবর প্রকাশিত হয়নি।এ খবরের তীব্র নিন্দা করেছেন মধুমিতা ও সৌরভ। তারা এবেলা-কে জানিয়েছেন আইনি পদক্ষেপ নিতে চলেছেন।

সৌরভ বলেন, ‘আমরা গত পরশু থেকেই এই খবরের কথা বিভিন্ন সূত্রে পেয়েছি। অনেকেই আমাকে আর মধুমিতাকে ফোন করছেন। ফেসবুকে ইতিমধ্যেই প্রচুর শেয়ার হয়েছে এই ভুয়ো খবরের লিংক। শুধু তাই নয়, মধুমিতার বেশ কিছু মর্ফড ছবিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।’

বাংলাদেশের সাইটে প্রকাশিত অন্য কিছু খবরে বলা হচ্ছে, মধুমিতা ঢালিউডের ছবিতে অভিনয় করতে চলেছেন। এ খবরও ঠিক নয় বলে তারা জানান। তবে বাংলাদেশের টিভি নাটকে মধুমিতার অভিনয়ের খবর ওই প্রতিবেদনে এড়িয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশের যেসব সাইট থেকে এ ধরনের খবর ছড়ানো হয়েছে তার কয়েকটি লিংক এখানে দেওয়া হল, যদিও অনেকেই মিথ্যা খবরটি সরিয়ে ফেলেছে।

http://www.csbnews24.com/2016/08/15/

breakingbdnews24.net/bn/2016/08/13/25874.html

http://www.bortomanbd24.com/2016/08/15/entertainment/48802.html

http://itunezbd.com/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%9C%E0%A7%9C%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%B2/

http://ahtrickbd.blogspot.co.id/2016/08/blog-post_66.html

http://techtechnique.net/techniques/view/18288/

http://www.sangbadbd24.com/?p=24676

এরকম অসংখ্যা সাইটে এ ধরনের বানোয়াট একটি খবর প্রকাশিত হয়।
http://radionextbd.com/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%9C%E0%A7%9C%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%B2/

Next Post

শিশুর জ্বর হলে করণীয়

থার্মোমিটার দিয়ে মাপার পর তাপমাত্রা যদি ১০০ ডিগ্রি ফারেনহাইট বা তার চেয়ে বেশি হয় তবে তাকে জ্বর বলা যায়। জ্বর হচ্ছে শরীরের মধ্যে কোন অসুখের একটি সাধারণ লক্ষণ। সাধারণত জ্বর নিজে রোগ না হলেও জ্বরের কারণে শরীরে ক্লান্তি, ক্ষুধামন্দা ও পানিশূন্যতা তৈরি করে। হঠাৎ করে বেশি জ্বর শিশুদের খিঁচুনির অন্যতম […]